 |
| সানসুই পেঞ্জিং ছবিঃ সংগৃহীত |
বনসাই দিয়ে ল্যান্ডস্কেপ তৈরি করার শিল্প চীনে পেঞ্জিং নামে পরিচিত। এটি চীনের প্রাচীন একটি শিল্প পদ্ধতি। জাপানে এটি অবশ্য 'সাইকেই' নামে পরিচিত। এখানে সিরামিক বা পাথরের ট্রেতে বনসাই, পাথর, মাটি আর নানান ধরনের ফিগারের সমন্বয়ে যেন প্রকৃতিকে ক্ষুদ্র এক গণ্ডির মধ্যে বন্দি করে ফেলা হয়েছে। মুল বিষয়বস্তুর উপর ভিত্তি করে এই মিনিয়েচার ল্যান্ডস্কেপ কে আবার কয়েক ভাগে ফেলা যায়। যেমনঃ গাছপালার উপর ফোকাস করে বানানো হয় সুমু পেঞ্জিং আবার পাথর, পানি আর ভূমির বিন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয় সানসুই পেঞ্জিং। তবে সেটা যে পেঞ্জিংই হোক না কেন, এটি তৈরিতে দরকার বহু বছরের অধ্যাবসায়,
সৃজনশীল ভাবনা এবং তীক্ষ্ণ কল্পনাশক্তি। এসব কারনেই পেঞ্জিং তৈরি করা ও সংগ্রহ করা গাছপ্রেমীদের অন্যতম পছন্দের বিষয়।
আমাদের দেশে বনসাই যতটা পরিচিত বা জনপ্রিয় পেঞ্জিং ততটা পরিচিত নয়। কিন্তু শিল্প বিচারে পেঞ্জিং যেন বনসাইকেও ছাড়িয়ে গেছে। তবে ধীরে ধীরে সারা বিশ্বে এর কদর বৃদ্ধি পাচ্ছে। একদিন হয়ত আমাদের দেশেও পেঞ্জিং জনপ্রিয় শিল্প হয়ে উঠবে।