Post Top Ad

নার্সারিতে গাছ উৎপাদন প্রক্রিয়া ও বিপনন ব্যাবস্থা

বাগান করতে চাইলে আপনাকে গাছ সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে সব চেয়ে সহজ উপায় হল  গার্ডেন সেন্টার
থেকে পছন্দের গাছ কিনে নেওয়া। তবে আপনি জানেন কি কত দীর্ঘ সময় এবং কতগুলো ধাপ পেরিয়ে
এসব গাছ আপনার হাতে এসে পৌঁছায়।  চলুন এ সম্পর্কে অল্প বিস্তর জেনে নেই।

ধাপ-০১ঃ প্লান্ট ব্রিডিং নার্সারি
ব্রিডিং প্রোগ্রামের মাধ্যমে এ ধরনের নার্সারিতে কাঙ্ক্ষিত বৈশিষ্টের উদ্ভিদ প্রজনন করা হয়ে থাকে।
ফুল, ফল বা সবজি যে কোন ধরনের গাছপালা ব্রিডিং নার্সারিতেই প্রথম তৈরি করা হয়।
আমাদের দেশে প্রধানত সরকারি উদ্যোগে এ ধরনের নার্সারি পরিচালনা করা হলেও  অনেক দেশে
বেসরকারি উদ্যোগেই প্লান্ট ব্রিডিং প্রোগ্রাম পরিচালিত হয়ে থাকে।

ব্রিডিং নার্সারিতে উৎপাদিত গাছ মাদার প্লান্ট হিসাবে প্রোপাগেশন নার্সারিতে পরবর্তী ধাপের উৎপাদনের
জন্য সরবরাহ করা হয়ে থাকে।

ব্রিডিং নার্সারি প্রতি বছর নতুন জাতের গাছ অবমুক্ত করে। এসব নতুন জাতের মাদার প্লান্ট বেশ
উচ্চমুল্যের হয় এবং প্রোপাগেশ লাইসেন্স নিতেও অনেক টাকা খরচ করতে হয়।

ব্রিডিং নার্সারি না থাকায় আমাদের দেশে মাদার প্লান্ট আমদানি করে কাজ চালান হয় যা বেশ ব্যয়বহুল।  



ধাপ-০২ঃ প্রোপাগেশন নার্সারি
এ ধরনের নার্সারিতে চারা উৎপাদন করা হয়ে থাকে। চারা উৎপাদন প্রক্রিয়া টিস্যু কালচার,  কাটিং,
গ্রাফটিং বা বীজ থেকে হতে পারে। এখানে চারা উৎপাদনের পর রকম ভেদে এক মাস হতে এক বছর পর্যন্ত
 বিশেষ পরিচর্যার মাধ্যমে বড় করা হয়। এর পর উৎপাদিত চারা রেইজিং নার্সারিতে সরবরাহ করা হয়।

আমাদের দেশে অধিকাংশ প্লান্ট প্রোপাগেশন নার্সারি যশোর অঞ্চলে অবস্থিত।  



ধাপ-০৩ঃ রেইজিং/ম্যাচুরিং  নার্সারি
এ ধরনের নার্সারিতে প্রোপাগেশন নার্সারিতে উৎপাদিত চারা বিক্রয়ের উপযোগী করে তৈরি করা হয়ে থাকে।
এখানেও প্রজাতি ভেদে বিভিন্ন গাছ কয়েক মাস হতে কয়েক বছর পর্যন্ত লালন পালন করা হয়ে থাকে।
এখানে কাজের মধ্যে আছে; নিয়মিত আগাছা পরিষ্কার, সার- কীটনাশক  প্রয়োগ, পানি সেচ দেওয়া,
রক্ষনাবেক্ষন ইত্যাদি।

ঢাকার আশে পাশে যে সব নার্সারি আছে সেগুলো প্রধানত এই ধরনের নার্সারি।



ধাপ-০৪ঃ গার্ডেন সেন্টার
রেইজিং নার্সারিতে উৎপাদিত গাছ বিক্রয়ের জন্য গার্ডেন সেন্টার গুলোতে রাখা হয়। এখান থেকে ক্রেতারা
তাদের চাহিদা অনুযায়ী গাছ সংগ্রহ করতে পারে। আবার অনলাইনে অর্ডার করেও গাছ কেনা যেতে পারে।
ঢাকার কয়েকটি পয়েন্টে যেমনঃ আগারগাও, দয়েল চত্বর, বনানী এলাকাতে গার্ডেন সেন্টার আছে।  



মোটামোটি এই কয়টি  ধাপে কয়েক মাস হতে কয়েক বছরের পরিচর্যার পর  এক একটি গাছ আপনার বাগানে
লাগানোর উপযুক্ত হয়ে ওঠে। এই লালন পালন প্রক্রিয়ায় প্রতিটি গাছের পেছনে নার্সারিগুলোকে বেশ ভাল
পরিমান অর্থ ব্যয় করতে হয়। এ কারনে নার্সারিতে উৎপাদিত গাছ একটু ব্যায়বহুল মনে হতে পারে।
তবে পছন্দের গাছ সংগ্রহের জন্য অনেকেই এই খরচটা খুশি মনেই মেনে নেয়।    
6/24/2018 / by / 0 Comments

Post Top Ad