বিশ্বের
বিভিন্ন স্থানে জলবায়ু এবং ভু প্রকৃতিগত কারনে বিভিন্ন ধরনের বনভুমি তৈরি হয়েছে।
এসব বনভুমির ইকো-সিস্টেম অনুসরণ করে বাগান তৈরি করা যেতে পারে। বাগান তৈরির এমন ধারনা ইকোলজিক্যাল গার্ডেন স্টাইল হিসাবে পরিচিত। তবে সব জায়গায়
সব ধরনের ইকো সিস্টেম তৈরি করা সম্ভব নাও হতে পারে। যেমনঃ ম্যানগ্রোভ গার্ডেন তৈরি করতে হলে আপনাকে সমুদ্রের জোয়ার ভাটা আছে এমন স্থান বেছে নিতে হবে।
চলুন ছবিতে দেখে আসি এমন কিছু ইকলজিক্যাল গার্ডেন।
১।ট্রপিকাল গার্ডেন।
ট্রপিক্যাল গার্ডেন |
২।ওয়েটল্যান্ড গার্ডেন।
ওয়েটল্যান্ড গার্ডেন |
৩।ডেসার্ট গার্ডেন।
ডেসার্ট গার্ডেন |
৪।গ্রাসল্যান্ড/সাভানা
গার্ডেন।
গ্রাস ল্যান্ড / সাভান গার্ডেন |
৫।প্রেইরি গার্ডেন।
প্রেইরি গার্ডেন |
৬।রেইন ফরেস্ট গার্ডেন।
রেইন ফরেস্ট গার্ডেন |
৭।উড ল্যান্ড গার্ডেন।
উড ল্যান্ড গার্ডেন |
৮।তুন্দ্রা গার্ডেন।
তুন্দ্রা গার্ডেন |
৯।ম্যানগ্রোভ গার্ডেন।
ম্যানগ্রোভ গার্ডেন |