আমাদের গ্রামীণ পূর্ব পুরুষেরা কৃষি কাজের পাশাপাশি বাসাবাড়িতে
ফুল, ফল বা সব্জির বাগান গড়ে তুলত। হাজার বছর
ধরে মানুষেরা কোন কারন ছাড়াই এমন টা করে এসেছে তা মনে করা বোধহয় ঠিক হবে না। কিন্তু
আমাদের শহুরে প্রজন্ম এই ধরনের কাজ থেকে একেবারেই দূরে সরে এসেছে। ফলে তারা
প্রকৃতির প্রতি মমত্ব বোধ হারিয়ে ফেলছে। প্রকৃতির সান্নিদ্ধে
যে মানসিক প্রশান্তি পাওয়া যায় তা থেকে বঞ্ছিত হয়ে বেড়ে উঠছে।
এমন পরিস্থিতিতে, বাগান করা শুধুই সখের বিষয় নয়, এটা সবার জন্য আবশ্যিক কর্ম হওয়া উচিৎ।
কেন?
১। কর্ম ব্যস্ত দিনের শেষে বা সপ্তাহান্তে আপনি যদি বাগান করেন
তাহলে আপনি এক ধরনের মেন্টাল রিলিফ অনুভব করবেন। যা
আপনার মানসিক স্বাস্থের জন্য খুবই দরকারি।
২। শহরে বাসিন্দারা সাধারণত দিনের ৯০% সময় ঘরে বা অফিসের
ভেতরে কাটায়। এতে করে মানুষ প্রকৃতির সান্নিধ্য হীনতায় ভুগে। নিয়ম
করে নির্দিষ্ট কিছু সময় বাগান করে আপনি প্রকৃতির সান্নিধ্যলাভ করতে পারেন।
৩। শহরের মানুষের মধ্যে হৃদরোগ, ডায়াবেটিস, স্থুলতা ইত্যাদি রোগ মহামারি আকারে বেড়ে গেছে। বাগান
করার কারনে আপনার যে শারীরিক পরিশ্রম হবে তা আপনাকে এইসব রোগের হাত থেকে বাচতে সাহায্য
করবে।
৪। একটি ফুলে-ফলে, গাছগাছালিতে পূর্ণ সাজান বাগান আপনাকে যেমন
শূন্য হতে কোন কিছু গড়ে তোলার আনন্দ দিবে তেমনি সবার জন্য দৃষ্টি নন্দন একটা
পরিবেশ তৈরি করবে।
একটি দৃষ্টি নন্দন বাগান ছবিঃ সংগৃহীত |
কিভাবে শুরু করবেন?
আপনি হয়ত ভাবছেন, বাগান করা বা গাছপালা সম্পর্কে তো কিছুই
জানি না, তাহলে বাগান করব কিভাবে? আসল
ব্যাপার হল, যারা এখন বাগান করছেন তাদের অধিকাংশই কিন্তু আগে
থেকে কিছু জেনে শুরু করেননি। এটা আসলে সবাই করতে করতেই শিখে নিতে পারে। তবে
আপনার জন্য আমি কিছু টিপস দিতে পারি যাতে করে আপনার শুরুটা খারাপ না হয়ঃ
১। একটি-দুটি গাছ দিয়ে শুরু করুন।
শুরুতেই অনেক গাছ নিয়ে বাগান করলে এদের বাচিয়ে রাখা আপনার জন্য কষ্টকর হতে পারে। মনে
রাখবেন আপনি জীবন্ত জিনিষ নিয়ে কাজ করছেন, আপনার অবেহেলা বা ভুল এদের মৃত্যুর কারন
হতে পারে।
২। গাছ নির্বাচন করার সময় সেই সব গাছ বেছে নিন যেগুলো অল্প
পরিচর্যাতেই বেঁচে থাকতে পারে। জন্মানো কঠিন এমন গাছ যেমনঃ অর্কিড দিয়ে ভুলেও বাগান শুরু
করবেন না।
৩। ফলের গাছ না লাগিয়ে ফুল বা অরনামেন্টাল গাছ লাগান। ফল
গাছে ফল ধরাতে হলে বিশেষ পরিচর্যা দরকার যা শুরুতে আপনার নাও জানা থাকতে পারে।
৪। শুরুতেই সবজি বাগান করতে যাবেননা। সবজির
ক্ষেত্রে রোগ-বালায়ের আক্রমন খুব বেশী হয়। এ সম্পর্কে কিছুটা
অভিজ্ঞ হয়ে তারপর সবজি বাগান করতে পারেন।
৫। আজ কাল অনলাইনে বাগান সম্পর্কিত অনেক লেখা পাওয়া যায়। তা
থেকে বা বই পড়ে বাগান করার নানা খুঁটিনাটি বিষয় জেনে নিন।
বিশেষত, রোগ বালাই দমনের উপায়গুলো জেনে নিন।
৬। যে গাছ লাগাতে চাচ্ছেন সেই গাছ সম্পর্কে আগে থেকে পড়াশুনা
করে নিন। বিশেষতঃ আপনি যে পরিবেশে বাগান করতে চাচ্ছেন সেই পরিবেশের
জন্য গাছটি উপযোগী কিনা তা জেনে নিন। গার্ডেন সেন্টারের সেলসম্যানের পাসাপাশি এ কাজেও আপনি অনলাইনের
সাহায্য নিতে পারেন।
সবজি বাগান করার দৃশ্য ছবিঃ সংগৃহীত |