বাজারে সাধারণত যে
সব প্লানটার পট বা টব পাওয়া যায় সেগুলো গোলাকৃতির হয়ে থাকে। এসব টব আপনার বেলকনিতে
রাখলে আনেক জায়গার অপচয় হয়। সেই তুলনায় আয়তাকার টব ব্যাবহার করলে আপনি অল্প জায়গায়
অনেক গাছ লাগাতে পারবেন, যা বেলকনির মতো ছোট জায়গার জন্য উপযুক্ত।
যেমন উপরের ছবির
মতো আয়তকার টব ব্যাবহার করতে পারেন যা গ্যাল্ভনাইসড আয়রন সিট দিয়ে তৈরি। এগুলো দেখতে যেমন
স্মার্ট তেমনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন
সাইজে বানিয়ে নিতে পারবেন।
এ ধরনের টব বানাতে
চাইলে আমাদের ফেসবুক পেইজে অর্ডার করতে পারেন।