অর্কিড ফুলের মনোমুগ্ধকর রূপের কারনে আমরা সবাই বাগানে
অর্কিড রাখতে চাই। কিন্তু সমস্যা হল অর্কিডের
জন্য যে রেগুলার পরিচর্যা দরকার যেমন, নিয়ম করে সকাল বিকাল পানি স্প্রে করা, অর্কিডের জন্য বিশেষ সারের ব্যাবস্থা করা, নিয়মমাফিক সার প্রয়োগ করা ইত্যাদি কাজ করার মতো পর্যাপ্ত
সময় হাতে থাকে না। এতেই আমরা অর্কিড রাখার চিন্তায় ক্ষান্ত দেই বা সখ করে একটি
দুটি অর্কিড চারা কিনে আনলেও সঠিক পরিচর্যার অভাবে তাদের অকাল মৃত্যু ঘটে। তাহলে
কী অর্কিডের ইচ্ছা আপনার পুরন হবে না?
আপনি জানলে অবাক
হবেন, অর্কিডের এমন কিছু প্রজাতি আছে যেগুলো অন্যান্য
সাধারণ গাছের মতো সরাসরি মাটিতে বা মাটি ভরতি টবে লাগানো যায়। এবং
অন্যান্য গাছের মতোই সাধারণ পরিচর্যায় বেঁচে থাকে ও ফুল দেয়, অর্কিড চাষের বিশেষ কোন ধরনের পরিচর্যার দরকার পড়ে না। আর
মজার ব্যাপার হল এরা ছায়াতে জন্মে বলে ইনডোর ফ্লাওয়ারিং প্লান্ট হিসেবেও আপনি এদের
লাগাতে পারেন।
এই ধরনের অর্কিড
টেরেস্ট্রিয়াল অর্কিড বা গ্রাউন্ড অর্কিড নামে পরিচিত। এখন
আমি আপনাদের এমন কিছু অর্কিডের সাথে পরিচয় করিয়ে দেব। যেমনঃ
১। স্পাথোগ্লটিস বা ফিলিপিন গ্রাউন্ড অর্কিডঃ
আমাদের
দেশে সাধারণত বিভিন্ন বাগানে পাওয়া যায়। তবে প্রাকৃতিক ভাবে জন্মে না। কমন
রং বেগুনী, বর্তমানে হাইব্রিডাইজেশনের মাধ্যমে অন্য অনেক
রঙের ও আকার আকৃতির স্পাথোগ্লটিস তৈরি করা হয়েছে।
|
স্পাথোগ্লটিস ছবিঃ সংগৃহীত |
|
হাইব্রিড স্পাথোগ্লটিস ছবিঃ সংগৃহীত |
২। ব্লেটিল্লা বা চাইনিজ
গ্রাউন্ড অর্কিডঃ
বড় আকারের ফুলের জন্য বিখ্যাত। কমন রং বেগুনী, তবে বাগানে লাগানোর জন্য অনেকগুলো হাইব্রিড ব্লেটিল্লা তৈরি
করা হয়েছে।
|
ব্লেটিল্লা ছবিঃ সংগৃহীত |
|
হাইব্রিড ব্লেটিল্লা ছবিঃ সংগৃহীত |
৩। কালান্থি অর্কিডঃ
প্রাকৃতিক ভাবে
হলুদ, গোলাপি, লালা ,
সাদা ইত্যাদি রঙের ফুল হয়ে
থাকে। আবার
বাগানের জন্য
কিছু হাইব্রিডও
তৈরি করা
হয়েছে। এদের
ফুল সুগন্ধযুক্ত এবং আকর্ষণীয়।
|
কালান্থি ছবিঃ সংগৃহীত |
|
হাইব্রিড কালান্থি ছবিঃ সংগৃহীত |
৪। সাইপ্রিপেডিয়াম বা লেডি স্লিপার অর্কিডঃ
অদ্ভুত আকৃতির
ফুলের জন্য এই গ্রাউন্ড অর্কিড বিখ্যাত। দামের দিক দিয়েও উঁচু দরের গ্রাউন্ড অর্কিড এটি। অনেকগুলো
হাইব্রিড তৈরি করা হয়েছে যা আপনার বাগানে নিয়ে আসবে ভিন্নমাত্রা।
|
সাইপ্রিপেডিয়াম ছবিঃ সংগৃহীত |
|
হাইব্রিড সাইপ্রিপেডিয়াম ছবিঃ সংগৃহীত |
এছাড়া আরও কিছু গ্রাউন্ড অর্কিড আছে যেগুলো প্রাকৃতিক পরিবেশে জন্মে থাকে তবে বাগানে লাগানোর জন্য তেমন একটা উপযুক্ত নয়। তাই এদের হরটিকালচারাল ভ্যালু নাই। এমন কিছু গ্রাউন্ড অর্কিড যেমনঃ
৫। ইউলোফিয়াঃ
এই গ্রাউন্ড অর্কিডের একটি
প্রজাতি বাংলাদেশে রাজশাহী অঞ্চলে প্রাকৃতিক
ভাবে জন্মে।
|
ইউলোফিয়া ছবিঃ সংগৃহীত |
৬। ডাইপোডিয়ামঃ
|
ডাইপোডিয়াম ছবিঃ সংগৃহীত |
৭। পাসিসটোমাঃ
|
পাসিস্টমা ছবিঃ সংগৃহীত |
৮। আসান্থেফিপিয়ামঃ
|
আসান্থেফিপিয়াম ছবিঃ সংগৃহীত |
৯। যিউজাইনঃ
|
যিউজাইন ছবিঃ সংগৃহীত |
১০। ফাইয়াসঃ
বাগানে বড় গাছের নিচে ছায়াতে লাগানো যেতে পারে। ফুল বেশ বড় এবং সুন্দর হয়।
|
ফাইয়াস ছবিঃ সংগৃহীত |
১১। নারভিলিয়াঃ
সাধারণত এর বাহারি পাতার জন্য বাগানে লাগানো হয়। ফুল তেমন আকর্ষণীয় নয়।
|
নারভিলিয়া ছবিঃ সংগৃহীত |
অবশেষেঃ
এই গ্রাউন্ড অর্কিডগুলোর মধ্যে কিছু কিছু আপনি স্থানীয় গার্ডেন সেন্টার গুলোতে খোঁজ করলে পেয়ে যেতে পারেন। গ্রাউন্ড অর্কিড লাগিয়ে আপনার বাগানে ভিন্নতা নিয়ে আসুন।