Post Top Ad

টিলান্ডসিয়া বা ইয়ার প্লান্টঃ জনপ্রিয় ক্রাফট আইটেম

ম্যাক্সিকান মরু অঞ্চল কিংবা এশিয়ান ট্রপিকাল জঙ্গল সবখানেই টিলান্ডসিয়ার দেখা পাওয়া যায়।   টিলান্ডসিয়া  ইয়ার প্লান্ট নামে বেশি পরিচিত কারন  এরা কোন প্রকার মাটি ছাড়াই বাতাসে ঝুলন্ত আবস্থায় অথবা অন্য গাছের উপর সংযুক্ত অবস্থায় জন্মাতে এবং বেড়ে উঠতে পারে । অন্য গাছের উপর জন্মালেও  টিলান্ডসিয়া কিন্তু কোন পরগাছা নয় কারন এটি বাচার জন্য পুষ্টি উপাদান এবং পানি পাতার মাধ্যমে  সরাসরি বায়ু হতে সংগ্রহ করে থাকে।  

                                  টিলান্ডসিয়া                       ছবিঃ সংগৃহীত 
ইয়ার প্লান্ট অত্যন্ত শক্ত প্রকৃতির উদ্ভিত তাই সহজেই  জন্মানো যায় । সামান্য পরিচর্যা এবং মাঝে মধ্যে পানি দিলেই এরা ভালভাবে বেচে থাকতে পারবে। এর এ কারনেই টিলান্ডসিয়া গাছপ্রেমীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়াও এদের দীর্ঘস্থায়ী নানান রঙের ফুল আপনার ঘর বা বাগানকে সুন্দর করে তুলবে।  

গাছ দিয়ে ক্রাফট আইটেম করতে চাইলে টিলান্ডসিয়ার কোন বিকল্প নেই। মাটি লাগেনা বলে খুব সহজেই এই গাছ দিয়ে নানান ধরনের ক্রাফট আইটেম করা যায়।  

আমাদের দেশে তুলনামুলক ভাবে নতুন এই গাছ এখনও সহজলভ্য নয়। স্থানীয় নার্সারিগুলোতে এই গাছ সহজে পাওয়া যায় না। তবে অনলাইন শপগুলোতে খুঁজলে আপনি এই চমৎকার গাছ পেয়ে যেতে পারেন। 

2/25/2017 / by / 0 Comments

Post Top Ad