ছাদে বা বারান্দায় গাছ লাগাতে চাইলে টবের কোন বিকল্প নাই। বাজারে বিভিন্ন ধরনের টব পাওয়া যায়। আসুন দেখে নেই কোন ধরনের টবের কি সুবিধা-অসুবিধা।
পোড়া মাটির টবঃ
পোড়া মাটির টব গাছের জন্য ভাল কারন এতে অসংখ্য ছিদ্র থাকে যা গাছের শিকড়ে অক্সিজেন পেতে সাহায্য করে। কিন্তু এই টবে কিছু সমস্যা আছে যেমনঃ এটি ওজনে ভারী, সহজেই শেওলা পড়ে নোংরা হয়ে যায়। তবে সবচেয়ে বড় সমস্যা হল, এতে পানি খুব দ্রুত শুকিয়ে যায় ফলে গাছে ঘন ঘন পানি দিতে হয় , তা নাহলে পানি শুকিয়ে গাছ মারা যেতে পারে। এই সব কারনে মাটির টবের ব্যবহার দিন দিন কমে আসছে।ফাইবার-সিমেন্ট পট |
প্লাস্টিকের টবঃ
মাটির টবের বিকল্প হিসাবে এখন সবচেয়ে জনপ্রিয় প্লাস্টিকের টব। নানান ডিজাইন এবং বাহারি রঙের এই সব টব খুব সহজেই বাগানীদের আকৃষ্ট করছে। এই টবের ভাল দিক গুল হচ্ছে, এগুলো ওজনে হালকা, পানি সহজে শুকায় না ফলে পানি দেওয়ার কাজ সহজ হয় আবার দামেও অনেক সস্তা। তবে প্লাস্টিকের টবেরও কিছু সমস্যা আছে। যেহেতু এই টবের দেয়ালে কোন প্রকার ছিদ্র থাকে না তাই গাছের শিকড়ে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। আবার পানি নিষ্কাশন ব্যাবস্থা ভাল নয় বলে টবে বেশি পানি দিলে গাছের শিকড় পচে যেতে পারে।
তবে, প্লাস্টিকের টবের এই সমস্যা থাকবেনা যদি আপনি প্রচলিত মাটির পরিবর্তে টবে কোক পিট- কম্পোস্ট মিক্স ব্যবহার করেন।