নুনিয়া শাক ছবিঃ সংগৃহীত |
‘পোরটূলাকা’ : বাংলাদেশে এর একটি প্রজাতি portulaca oleracea ‘নুনিয়া’ শাক হিসাবে খাওয়া হয় আর অন্য দুইটি প্রজাতি ফুল হিসাবে বাগানে বা টবে লাগানো হয়ে থাকে। এর ফুল খুবই ক্ষণস্থায়ী, সকালে ফুটে আর দুপুর হতেই নুইয়ে যায়। এই কারনেই পোরটুলাকাকে টাইম ফুল নামে ডাকা হয়।
বেগুনি টাইম ফুল ছবিঃ সংগৃহীত |
বিভিন্ন রঙের হাইব্রিড টাইম ফুল ছবিঃ সংগৃহীত |
পাপড়ির বিন্যাস অনুসারে সিঙ্গেল এবং ডাবল এই দুই প্রকারের ফুল হয়ে থাকে।
টবে লাগানোর জন্য টাইম ফুল খুব ভাল একটি গাছ। তবে ফুল পেতে হলে আপনাকে টব অবশ্যই রোদে রাখতে হবে।আরেকটি বিষয়ঃ পানি জমলে কিন্তু আপনার গাছ মারা যেতে পারে।
পোরটুলাকাতে প্রায়শই মিলিবাগের আক্রমন দেখা দেয়। তাই এই দিকে বিশেষ নজর দিতে হবে। আক্রান্ত হয়া মাত্রই মিলিবাগ দমনের ব্যাবস্থা নিতে হবে।
বীজ থেকে চারা তৈরি করা যায় আবার গাছের কিছু অংশ কেটে মাটিতে লাগিয়েও বংশবিস্তার করা যায়।