রসালো পাতা বা কান্ডের উদ্ভিত সাধারনভাবে সাকুলেন্ট নামে পরিচিত। এরা মুলতঃ মরু ভূমির উদ্ভিত, প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য এরা পাতা বা কান্ডে পানি এবং পুষ্টি উপাদান সংগ্রহ করে রাখে। এদের বিচিত্র আর অস্বাভাবিক গঠনের কারনে অরনামেন্টাল প্লান্ট হিসেবে সাকুলেন্ট খুবই জনপ্রিয়।
স্বল্প আলোতে জন্মায় এমন সাকুলেন্ট ইনডোর প্লান্ট হিসাবেও উপযুক্ত। অনেকে আবার ক্ষুদ্র আকৃতির সাকুলেন্ট টেবিল বা ডেস্কের উপর রাখতে পছন্দ করে। সধারনতঃ সবুজ রঙের সাকুলেন্ট আপনি ঘরের ভেতর রাখতে পারবেন। তবে যথা সম্ভব বেশী আলো পায় এমন স্থানে রাখতে হবে। রঙিন সাকুলেন্ট আপনাকে ঘরের বাইরে সরাসরি সূর্যালোকে রাখতে হবে।
সাকুলেন্ট পরিচর্যাঃ
সাকুলেন্ট জন্মাবার জন্য তেমন কোন পরিচর্যার দরকার হয়না। তবে পানি দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে এদের একবারে বেশী পানি দিতে হবে কিন্তু ঘন ঘন পানি দেওয়া যাবে না। একবার পানি দেওয়ার পর টবের মাটি সম্পূর্ণ শুকিয়ে গেলে তার কয়েকদিন পর আবার পানি দিতে হবে।
সাকুলেন্টের জন্য মাটি তৈরিতে মোটা বালু এবং কম্পস্ট মিক্স ব্যাবহার করতে হবে যাতে মাটিতে কোন ভাবেই পানি জমে না থাকতে পারে। সাকুলেন্ট জলাবদ্ধতা একেবারেই সহ্য করতে পারে পারে না। টব হিসাবে মাটির পাত্র ব্যাবহার করা উত্তম। সাকুলেন্ট টবে লাগানোর সময় এর মুল মাটির উপরিস্তরে রাখতে হবে কোন ভাবেই গভীরে প্রথিত করা যাবে না।
ঘৃতকুমারী এবং পাথরকুচি আমাদের দেশের পরিচিত দুইটি সাকুলেন্ট। তবে প্রায় সব সাকুলেণ্টই আমাদের আবহাওায় জন্মানো সম্ভব।