টিস্যু কালচার ছবিঃ সংগৃহীত |
টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত চারার ব্যাবহারে বেশ কিছু সুবিধা আছে যেমনঃ
১। চারাতে মাতৃ গাছের সব গুনাগুন বজায় থাকে।
২। যেসব গাছের বীজ হয় না বা বীজ থেকে চারা উৎপাদন করা কঠিন, টিস্যু কালচার পদ্ধতিতে সেই সব গাছের চারা সহজেই উৎপাদন করা যায়।
৩। জীবাণুমুক্ত পরিবেশে চারা উৎপাদন করা হয় বিধায় উৎপাদিত চারা রোগমুক্ত হয়ে থাকে।
৪। টিস্যু কালচারের মাধ্যমে যেসব গাছে স্ত্রী-পুরুষ ভিন্ন হয় সেগুলোর শুধুমাত্র স্ত্রী গাছ উৎপাদন করা সম্ভব।
আমাদের দেশেও ইদানীং টিস্যু কালচারের বাণিজ্যিক ব্যাবহার হচ্ছে। অর্কিড, আলু, কলা ইত্যাদির
টিস্যু কালচার চারা বাজারে পাওয়া যায়।