Post Top Ad

গার্ডেন ডিজাইন ভাবনা ও করনীয়




                                 বল্ধা গার্ডেন, ঢাকা          ছবিঃ সংগৃহীত
বিশাল আয়তনের বোটানিক্যাল গার্ডেন  থেকে শুরু করে আপনার বাসার ছাদের ছোট্ট বাগান , সবখানেই ডিজাইন একটি  গুরুত্বপূর্ণ বিষয়। বাসাবাড়ির বাক্তিগত বাগান হোক বা বাণিজ্যিক বাগান, সুন্দর ভাবে ডিজাইন করা বাগান মানুষকে উৎফুল্ল রাখে । বাগান ডিজাইনের জন্য যে শুধুমাত্র বড় আকারের জায়গা দরকার  তা কিন্তু নয়, এমনকি আপনার বাসাবাড়ির সামনের লনে বা বাসার ছাদে অসাধারন সুন্দর বাগান ডিজাইন করা সম্ভব । ঢাকা শহরের মত এলাকায় যেখানে বাগানের জন্য যথেষ্ট  যায়গার  অভাব রয়েছে সেখানে ছোট আকারের বাগান ডিজাইন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। 

বাগান ডিজাইন এমন একটি শিল্প যার জন্য সৃজনশীলতা এবং কল্পনাশক্তি দরকার। বাগানের প্রতিটি জিনিষের দিকে আপনাকে নজর দিতে হবে। এর মধ্যে আছে  গাছ নির্বাচন , লাগানোর স্থান নির্ধারণ,  গাছের আকার ,আকৃতি, পাতা বা ফুলের রঙের উপর ভিত্তি করে বিন্যাস করণ। আর যদি আপনি ছাদে বা ব্যালকনিতে বাগান করেন তাহলে এর পাশাপাশি প্লানটার পট বা টব সিলেকশন গুরুত্বপূর্ণ  বিষয়। এই সব কিছুর সঠিক সমাবেশ ঘটাতে পারলে আপনার বাগান হয়ে উঠতে পারে অনন্য সুন্দর। 

                                     লন গার্ডেন                     ছবিঃ সংগৃহীত
তবে দুঃখজনক হলেও সত্যি, আমাদের দেশে ব্যাক্তিগত পর্যায়ে বাগান ডিজাইন তেমন একটা চোখে পড়ে না। অধিকাংশ বাগানই কোন রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই বিক্ষিপ্ত ভাবে লাগানো গাছের সমাহার ছাড়া আর কিছুই নয়। আবার যারা ছাদে বাগান করছেন তারা টব হিসাবে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ব্যাবহার করে বাগানের সৌন্দর্য্য অনেকটাই নষ্ট করে ফেলেন। তাই বাগান করার সময় এই দিকটাই আমাদের বিশেষ নজর দেওয়া দরকার।    



3/03/2017 / by / 0 Comments

Post Top Ad