Post Top Ad

ইনডোর প্লান্ট



ইনডোর প্লান্ট বা হাউজ প্লান্ট আধুনা শহুরে গৃহের  অবিচ্ছেদ্য অংশে পরিনত হয়েছে। এইসব গাছপালা আপনার লিভিং রুমকে আরও প্রানবন্ত ও আকর্ষণীয় করে তুলতে পারে ।এছাড়া, ঘরে লাগানো গাছ আপনার ঘরের বাতাসকে পরিশুদ্ধ করে তুলে যেন ঘরের মধ্যেই  একটুকরো প্রকৃতি। 

ইনডোর প্লান্ট ঘরের অভ্যন্তরে স্বল্প আলোতেই জন্মাতে পারে। আকার, আকৃতি আর রঙ্গে বাহারি এসব গাছ  আপনি টবে লাগিয়ে আপনার ঘরের ভেতর রাখতে পারেন। ইনডোর প্লান্ট প্রধানত তিন প্রকারের হয়ে থাকেঃ 
১। অরনামেন্টাল ইনডোর প্লান্ট।
২। ফুল ফটে এমন ইনডোর প্লান্ট।
৩। সাকুলেন্ট এবং ক্যাকটাস।
                                কিছু ইনডোর প্লান্ট             ছবিঃ সংগৃহীত


ঘরের কোথায় রাখবেন? কি করনীয়?


আপনার ঘরে যেখানে সবচেয়ে বেশী আলো আসে যেমনঃ জানালার ধারে এদের রাখুন। যদিও ইনডোর প্লান্টের জন্য সরাসরি সূর্যের আলো দরকার নেই তবু সামান্য পরিমান  হলেও আলো দরকার। আমাদের দেশের আদ্র আবহাওয়াতে এদের আর তেমন কোন সমস্যা হয় না।  

প্রায় সব ধরনের ইনডোর প্লান্ট বেশ কষ্ট সহিষ্ণু। তাই এদের খুব বেশী পরিচর্যার প্রয়োজন হয় না। শুধু খেয়াল রাখতে হবে যাতে মাটি একেবারে শুকিয়ে না যায় আবার ভেজা স্যাঁতস্যাঁতে না হয়ে থাকে। গাছের পাতায় ধুলো জমলে পানি স্প্রে করে পাতা পরিষ্কার করে দিন।আর কিছু দিন পর পর এদের ঘর থেকে বের করে বাইরে রেখে দিতে হবে। বছরে অন্তত একবার রি-পটিং করুন।  আর পটিং এর সময় পর্যাপ্ত কম্পস্ট দিয়ে দিতে হবে যাতে অন্তত এক বছর সেখান থেকে গাছ প্রয়োজনীয় পুষ্টি পেতে পারে। 

3/04/2017 / by / 0 Comments

Post Top Ad