Post Top Ad

গাছ ছাঁটাই শিল্প টপিয়ারী

                     টপিয়ারী টব         ছবিঃ সংগৃহীত

গাছকে নিয়মিত ছাঁটাই এর মাধ্যমে বিভিন্ন ধরনের আকৃতি দেওয়ার শিল্প পদ্ধতি টপিয়ারী নামে পরিচিত। টপিয়ারি  ক্লাসিক বাগান শিল্প যা ল্যান্ডস্কেপ ডিজাইনের একটি প্রধান অনুসঙ্গ। এর উৎপত্তি ইউরোপে  তবে কলনিয়াল আমলে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আমাদের দেশে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন বাগানে টপিয়ারী তৈরি করা হলেও শুধুমাত্র টপিয়ারী দিয়ে সাজানো টপিয়ারী বাগান নেই। 

টপিয়ারী তৈরি শ্রমসাপেক্ষ এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আর এ কারনে সাধারণতঃ বাক্তিগত বাগানে এদের খুব একটা দেখা পাওয়া যায়না। তবে বোটানিক্যাল গার্ডেন, থিম পার্ক, পিকনিক স্পট, হোটেল, অফিস ইত্যাদি স্থানে প্রচুর টপিয়ারীর দেখা মিলে। টপিয়ারী সাধারনতঃ দুই ধরনের হয়ে থাকে যেমনঃ মানুষ বা প্রাণীর আকারে তৈরি টপিয়ারী এবং জ্যামিতিক ফর্মে তৈরি টপিয়ারী। সাম্প্রতিক কালে জ্যামিতিক ফর্মে তৈরি টপিয়ারী বেশ জনপ্রিয়তা লাভ করেছে। 

সাধারণত ক্ষুদ্র পাতাযুক্ত, ঘন বুনটের চির সবুজ গাছ টপিয়ারী তৈরিতে ব্যাবহার করা হয়। যেমনঃ বক্স উড, থুজা , দুরান্তা, রঙ্গন ইত্যাদি। 

প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা গাছ ছাঁটাই করে টপিয়ারী তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন। তাই স্বল্প সময়ে বিকল্প উপায়েও টপিয়ারী করা যায় যেমন, নির্দিষ্ট ডিজাইনের লোহার ফ্রেম তৈরি করে তাতে গাছ বাড়তে দেওয়া হয়। পুরো ফ্রেম গাছে ছেয়ে গেলে সেটা দেখতে টপিয়ারী বলে মনে হয়।   

বর্তমানে টবে লাগানো রেডিমেড টপিয়ারী পাওয়া যায়। সময় বাঁচাতে চাইলে, আপনি কিনে এনে  আপনার বাগানে লাগাতে পারেন। এটা আপনার বাগানে একটা অন্য রকম দৃশ্যপট তৈরি করবে।  



3/04/2017 / by / 0 Comments

Post Top Ad