Post Top Ad

গার্ডেন টুলসঃ বাগানিদের সাহায্যকারী হাত


বাগান করা বেশ শ্রমসাধ্য কাজ। আপনার বাগানকে ঠিক রাখতে অনেক ধরনের পরিচর্যা করতে হবে যেমনঃ মাটি কাঁটা বা নিড়ানো, আগাছা দমন করা, ডালপালা ছাটাই করা, কীটনাশক বা সার স্প্রে করা আর রেগুলার পানি দেওয়া তো আছেই। এই সব কাজ সহজ করতে আছে বিভিন্ন ধরনের টুলস। যেমনঃ কোদাল, নিড়ানি, প্রনিং কাটার, পানি দেওয়ার ঝর্না, স্প্রেয়ার ইত্যাদি। এদের অধিকাংশই বিভিন্ন ধরনের হাতে ব্যবহারযোগ্য টুলস। আমাদের দেশে এখন অধিকাংশ গার্ডেন সেন্টারে খুঁজলে আপনি এমন টুলস পেয়ে যাবেন। এগুলো আপনার বাগান পরিচর্যার কঠিন কাজকে সহজ করে দিবে। তাই বাগান করতে চাইলে আগেই গার্ডেন টুলস সংগ্রহ করুন।  

                                      গার্ডেন টুলস              ছবিঃ সংগৃহীত


  





3/03/2017 / by / 0 Comments

Post Top Ad