হাইড্রপনিক বা আকুয়াপনিক হল গাছপালা জন্মানোর আধুনিক পদ্ধতি যেখানে কোন প্রকার মাটি ছাড়া পানিতে ভাসমান অবস্থায় গাছপালা জন্মানো হয়। এই পদ্ধতিতে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান মাটির পরিবর্তে শিকড়ের মাধ্যমে পানি হতে সংগ্রহ করে। মাটিতে গাছ রোপণের প্রচলিত পদ্ধতির চাষাবাদের তুলনায় এই পদ্ধতি একেবারেই আলাদা। হাইড্রপনিক পদ্ধতির অনেক সুবিধাজনক দিক আছে যেমনঃ
১। উৎপাদনশীলতার বিচারে এই পদ্ধতি প্রচলিত পদ্ধতির তুলনায় কয়েক গুন বেশী।
২। এই পদ্ধতিতে যেহেতু গাছের শিকড়ে সরাসরি গ্রহণযোগ্য পুষ্টি উপাদান সরবরাহ করা হয় তাই গাছের দ্রুত বৃদ্ধি হয়।
৩। এই পদ্ধতিতে যেহেতু মাটি ব্যাবহার করা হয় না তাই গাছের মাটি বাহিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে না।
৪। প্রচলিত মাটিতে রোপণ পদ্ধতির তুলনাই এতে পানির ব্যাবহার অনেক কম।
৫। আগাছা দমন বা নিড়িয়ে দেওয়ার মত কোন কাজ থাকে না বলে লেবার খরচ অনেক কম।
৬। এই সিস্টেম অত্যন্ত হালকা তাই বাড়ির ছাদে সহজেই স্থাপন করা যায় অথবা কৃত্রিম আলোয় ঘরের মধ্যেও স্থাপন করা যায়।
অনেক সুবিধার পাশাপাশি এর কিছু অসুবিধাও আছে যেমনঃ
১। হাইড্রপনিক সিস্টেম তৈরি করা ব্যয়বহুল।
২। এই সিস্টেম এ গাছপালার জন্য বিশেষ ধরনের পুষ্টিকর তরল সার ব্যবহার করতে হয় যা সহজলভ্য নয়।
৩। এই সিস্টেম পরিচালনা করার জন্য প্রশিক্ষনের প্রয়োজন আছে। এবং এটা পরিচালনা কিছুটা ব্যায়বহুল।
হাইড্রপনিক সিস্টেম ছবিঃ সংগৃহীত |
১। উৎপাদনশীলতার বিচারে এই পদ্ধতি প্রচলিত পদ্ধতির তুলনায় কয়েক গুন বেশী।
২। এই পদ্ধতিতে যেহেতু গাছের শিকড়ে সরাসরি গ্রহণযোগ্য পুষ্টি উপাদান সরবরাহ করা হয় তাই গাছের দ্রুত বৃদ্ধি হয়।
৩। এই পদ্ধতিতে যেহেতু মাটি ব্যাবহার করা হয় না তাই গাছের মাটি বাহিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে না।
৪। প্রচলিত মাটিতে রোপণ পদ্ধতির তুলনাই এতে পানির ব্যাবহার অনেক কম।
৫। আগাছা দমন বা নিড়িয়ে দেওয়ার মত কোন কাজ থাকে না বলে লেবার খরচ অনেক কম।
৬। এই সিস্টেম অত্যন্ত হালকা তাই বাড়ির ছাদে সহজেই স্থাপন করা যায় অথবা কৃত্রিম আলোয় ঘরের মধ্যেও স্থাপন করা যায়।
অনেক সুবিধার পাশাপাশি এর কিছু অসুবিধাও আছে যেমনঃ
১। হাইড্রপনিক সিস্টেম তৈরি করা ব্যয়বহুল।
২। এই সিস্টেম এ গাছপালার জন্য বিশেষ ধরনের পুষ্টিকর তরল সার ব্যবহার করতে হয় যা সহজলভ্য নয়।
৩। এই সিস্টেম পরিচালনা করার জন্য প্রশিক্ষনের প্রয়োজন আছে। এবং এটা পরিচালনা কিছুটা ব্যায়বহুল।
বাংলাদেশে পরিক্ষামুলক ভাবে কিছু সিস্টেম তৈরি করা হলেও বাণিজ্যিক ভাবে এর ব্যাবহার এখনও শুরু হয়নি। তবে উন্নত বিশ্বে এর বহুল ব্যাবহার আছে। মূলত এই সিস্টেমের জন্য প্রয়োজনীয় তরল সার আমাদের দেশে উৎপাদিত না হওয়া এর প্রধান কারন। তা সত্ত্বেও আপনি যদি কৃত্রিম আলোতে ইনডোর গার্ডেন করতে চান তাহলে আপনাকে অবশ্যই হাইড্রপনিক সিস্টেম তৈরি করতে হবে।