Post Top Ad

গার্ডেন ফার্নিচার সমাচার




কে না চায় নিজের বাগানে বসে বসে অবসর সময় কাটাতে! তার জন্য আপানার চেয়ার, টেবিল বা দোলনা তো লাগবেই। তবে বাগানের আসবাবপত্র বিশেষ ধরনের, যা বাহিরের আবহাওয়ার জন্য উপযুক্ত । সাধারনত লোহা বা কাঠের তৈরি এইসব আসবাবপত্র অত্যন্ত মজবুত এবং রোদ বা বৃষ্টিতে সহজে নষ্ট হয় না।

                  কাঠের তৈরি গার্ডেন ফার্নিচার         ছবিঃ সংগৃহীত
আমাদের দেশের আবহাওায় অধিক বৃষ্টিপাতের কারনে কাঠের তৈরি গার্ডেন ফার্নিচার বেশী দিন টেকে না বলে এর ব্যাবহার খুব একটা নাই। সে ক্ষেত্রে আপনি বাগানে বাঁশ বা বেতের তৈরি ফার্নিচার ব্যাবহার করতে পারেন যা সহজে পানিতে পচে না। 

আর লোহার তৈরি দোলনা তো আমাদের দেশে গার্ডেন ফার্নিচার হিসেবে বেশ জনপ্রিয়। এ ছাড়া আর আছে লোহার তৈরি প্লান্টার র‍্যাক, তোরণ, জাংলা ইত্যাদি। 

অনেককেই দেখা যায় ইট, বালু, সিমেন্ট দিয়ে বাগানে বসার জন্য স্থায়ী চেয়ার টেবিল তৈরি করে নিতে। এগুলো আধুনিক বাগান ডিজাইনের সাথে কোন ভাবেই যায় না। ইট, সিমেন্টের ভারী লুক আপনার বাগানের সৌন্দর্য্য নষ্ট করে দিবে।ইদানিং অবশ্য ফাইবার -সিমেন্টের তৈরি ফার্নিচার পাওয়া যাচ্ছে যা একিসাথে হালকা এবং মডার্ন লুকিং আবার রোদ- বৃষ্টিতে নষ্ট হওয়ার ভয় নাই। তাই আপনার বাগানে ইট, সিমেন্টের স্থায়ী কাঠাম না করে ফাইবার- সিমেন্ট ফার্নিচার ব্যাবহার করতে পারেন।   






3/03/2017 / by / 0 Comments

Post Top Ad