Post Top Ad

ওয়াবি কুশার বিক্ষিপ্ত সৌন্দর্য

ওয়াবি কুশা  এক প্রকার মিনিয়েচার জলজ বাগান, যেখানে জলজ বা অর্ধজলজ গাছপালা পাত্রে বা আকুয়ারিয়ামে লাগানো হয় । এ ধরনের জলজ বাগান তৈরিতে এক বা একাধিক ধরনের গাছ একসাথে লাগিয়ে  এবং স্বাধীনভাবে বাড়তে দিয়ে এক ধরনের বিক্ষিপ্ত সৌন্দর্য সৃষ্টি করা হয়।
                      ওয়াবি কুশা         ছবিঃ সংগৃহীত

ওয়াবি কুশা জাপানে উদ্ভাবিত বাগান শিল্প। তবে এখন সারা বিশ্বেই সমানভাবে জনপ্রিয় এবং এখনও নানা বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। জাপানিজ অ্যাকুয়াকালচারিস্ট 'তাকাসি আমানো' একে জনপ্রিয় করে তুলতে বিরাট ভূমিকা রেখেছেন। 

ওয়াবি কুশার ধারনা সাধারণ বাগান তৈরির ধারনা থেকে অনেকটাই আলাদা। এতে প্রকৃতিকে কোন ধরনের নিয়ন্ত্রন ছাড়াই বাধাহীনভাবে বেড়ে উঠতে দেওয়া হয়। ওয়াবি কুশা তৈরি করা তুলনামুলকভাবে সহজ কাজ। সাবস্ট্রেটের ( বিশেষ ধরনের মাটি) উপর কিছু জলজ গাছ লাগান তারপর কোন পাত্রে বা একুয়ারিয়ামে রেখে দুই-তিন ইঞ্চি পানি দিয়ে রাখুন। এরপর পাত্রটি প্রাকৃতিক বা কৃত্রিম আলোয় রেখে দিন। মাঝে মাঝে সার,পানি দেওয়া ছাড়া আর কিছু করার প্রয়োজন নেই। ধীরে ধীরে গাছগুলো বেড়ে উঠে তৈরি হবে এক মনমুগ্ধকর ওয়াবি কুশা।   

ওয়াবি কুশা ইনডোর বাগানের জন্য উপযোগী এবং এর ছোট আকারের কারনে এমনকি টেবিল বা ডেস্কের উপরও রেখে দেওয়া যায় । তবে যথেষ্ট সূর্যালোক অথবা কৃত্রিম আলোর ব্যাবস্থা করতে হবে। 




3/04/2017 / by / 0 Comments

Post Top Ad