অর্কিড আকর্ষণীয়, রঙিন ও সুগন্ধি ফুলের জন্য বিখ্যাত। এটা বিশ্বে অন্যতম প্রধান বাণিজ্যিক ভাবে চাষকৃত ফুল। তবে এর আকর্ষণীয় ফুলের জন্য বিশ্বব্যাপী মানুষজন তাদের বাগানেও অর্কিড লাগাতে পছন্দ করে।
অর্কিড মুলতঃ পূর্ব এশিয়ার রেন ফরেস্ট বা দক্ষিন আমেরিকার অ্যামাজন জঙ্গলে জন্মানো পরাশ্রয়ী উদ্ভিত। তবে আমাদের দেশেও কয়েক প্রজাতির অর্কিড প্রাকৃতিক ভাবে জন্মাতে দেখা যায়। বিশেষত সিলেটের জঙ্গলে বড় বড় প্রাচীন গাছগুলোতে এদের হরহামেশা চখে পড়ে। জঙ্গলি ফুল হলেও এদের ফুলের সৌন্দর্য এদেরকে নিয়ে এসেছে জঙ্গল থেকে আমাদের বাগানে কিংবা আমাদের টেবিলের ফুলদানীতে।
ইদানীং আমাদের দেশেও বাণিজ্যিক ভাবে অর্কিড চাষ হচ্ছে। তবে এখনও দাম বেশী হওয়ায় অধিকাংশ বাগানী ইচ্ছা থাকা সত্ত্বেও তা সংগ্রহ করতে পারছেন না।
আবার অর্কিডের পরিচর্যা সম্পর্কে অধিকাংশ মানুষের স্পষ্ট ধারনা না থাকায় অনেকেই এদের বাঁচিয়ে রাখতে পারেনা বলে একবার সংগ্রহ করলেও পরবর্তীতে তা কন্টিনিউ করেন না।
অর্কিড জন্মানোর জন্য মাটির প্রয়োজন হয় না এবং স্বল্প আলোতেও ভালো জন্মাতে পারে। তাই, ইনডোর প্লান্ট হিসাবে আপনি ঘরেই অর্কিড রাখতে পারেন।
অর্কিড জন্মানোর জন্য মাটির প্রয়োজন হয় না এবং স্বল্প আলোতেও ভালো জন্মাতে পারে। তাই, ইনডোর প্লান্ট হিসাবে আপনি ঘরেই অর্কিড রাখতে পারেন।