ল্যান্ডস্কেপ হচ্ছে গাছপালা, ভুমি বিন্যাস এবং মানুষের তৈরি বিভিন্ন স্থাপনা যেমনঃ জলাধার, ঝর্না, ভাস্কর্য, হাটা পথ , দেয়াল ইত্যাদির সমন্বয়ে তৈরি দৃষ্টিনন্দন স্থান। ল্যান্ডস্কেপ আদতে প্রাকৃতিক বিষয় হলেও মানুষ বহুকাল আগে থেকেই ল্যান্ডস্কেপিং করছে সেটা ব্যাবহারিক কারনেই হোক বা শুধু সৌন্দর্য্য বৃদ্ধির কারনেই হোক।
হোটেল ল্যান্ডস্কেপ, বাংলাদেশ ছবিঃ সংগৃহীত |
দিন দিন সবুজের প্রতি মানুষের আগ্রহ বাড়ার কারনে আধুনিক ল্যান্ডস্কেপ ডিজাইনে গাছপালা মুখ্য ভূমিকা রাখছে। সবাই চাইছে যত বেশী সম্ভব গাছপালা রেখে ল্যান্ডস্কেপ ডিজাইন করতে। ব্যাক্তিগত পর্যায়ে ল্যান্ডস্কেপিং কয়েকটি কনসেপ্ট এর উপর ভিত্তি করে করা হয় যেমনঃ
১। স্থানীয় প্রাকৃতিক পরিবেশকে যথা সম্ভব ধারন করে ল্যান্ডস্কেপিং করা।
২। নিজের পছন্দসই প্রাকৃতিক পরিবেশ তৈরি করা।
৩। পারিবারিক সময় কাটানোর মতো পরিবেশ তৈরি করা ।
ইত্যাদি।
ল্যান্ডস্কেপ সাধারনত বৃহৎ আকারের কাজ তবুও ক্ষুদ্র আকারে যেমনঃ আবাসিক ভবনের ছাদে বা বাড়ির সামনে লনে ল্যান্ডস্কেপ করা সম্ভব।