সৌন্দর্য বৃদ্ধির জন্য ল্যান্ডস্কেপ ডিজাইনে, বাগানে বা ঘরের ভেতরে যে সকল গাছপালা লাগানো হয় সেগুলোকে সাধারন ভাবে অরনামেন্টাল প্লান্ট নামে অভিহিত করা হয়। তবে মনে রাখতে হবে এসকল গাছ আকর্ষণীয় এবং রঙিন পাতার জন্য লাগানো হয় ফুলের জন্য নয়।
ফুলের গাছ সাধারণত ঋতু নির্ভর হয়ে থাকে অর্থাৎ শুধু মাত্র বছরের নির্দিষ্ট সময়ে গাছে ফুল আসে । অন্যদিকে অরনামেন্টাল গাছ সারা বছর জুড়ে আপনার বাগান রঙিন করে রাখতে পারে। তার উপর বিভিন্ন ঋতুতে পাতার রঙের পরিবর্তন হয়ে আপনার বাগানকে ডাইন্যামিক করে তলে। আর এ কারনেই লোকজন বাগানে ফুলের গাছের পাশাপাশি অরনামেন্টাল গাছ লাগতে পছন্দ করে।
ক্রোটন বা পাতা বাহার ছবিঃ সংগৃহীত |
কিছু কিছু অরনামেন্টাল গাছের পাতা তাদের রঙে সত্যি চমকপ্রদ যেমনঃ ক্রটন ( পাতা বাহার), কলিয়াস, কালাদিয়াম ইত্যাদি। আবার অনেক অরনামেন্টাল গাছের পাতা সাধারন সবুজ রঙের তবে আকার, আকৃতিতে বৈচিত্র্যময় যেমনঃ এলকাশিয়া, ফার্ন, হস্তা, পাম, আরালিয়া, অরনামেন্টাল ঘাস, অরনামেন্টাল বাঁশ ইত্যাদি।
অনেক অরনামেন্টাল গাছ স্বল্প আলোতে তেমন কোন পরিচর্যা ছাড়াই জন্মাতে পারে । তাই, ইনডোর প্লান্ট হিসাবে এগুলো খুবই জনপ্রিয়।