এরোপনিক্স হচ্ছে মাটি বা অন্য কোন সাবস্ট্রেট ছাড়াই গাছপালা জন্মানোর পদ্ধতি যেখানে গাছগুলো বাতাসের মধ্যে পানি এবং পুষ্টি উপাদানের জলীয় কনার পরিবেশে জন্মে । এরোপনিক্সের ক্ষেত্রে হাইড্রপনিক্সের মত গাছের শিকড় পানিতে ডুবান থাকে না, বরং পানি ও পুষ্টি উপাদান সরাসরি শিকড়ে স্প্রে করা হয়।
এরোপনিক্স বাগান ছবিঃ সংগৃহীত |
এই পদ্ধতিতে বিভিন্ন ধরনের শাকসবজি এমনকি আলু পর্যন্ত উৎপাদন করা যায়। মুলতঃ ইনডোর চাষাবাদের জন্য এই প্রযুক্তির উদ্ভাবন করা হয়েছে। তাই যারা ইনডোর বাগান করার চিন্তা করছেন তাদের জন্য এটা হতে পারে আদর্শ পদ্ধতি।
এরোপনিক্স সিস্টেম ইন্সটল করতে বেশ ভাল টাকা-পয়সা খরচ করতে হবে। তবে উৎপাদনশীলতা হিসাব করলে সেটা পুষিয়ে নেওয়া সম্ভব।