Post Top Ad

টবে গাছ লাগাতে ব্যাবহার করুন পটিং সয়েল




সরাসরি মাটিতে লাগালে বিসত্রিত মুলের সাহায্যে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করে সহজেই বেড়ে উঠতে পারে। কিন্তু আপনি যদি টবে গাছ লাগান তাহলে গাছের মুল একটি নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। তাই টবের মাটিতে পর্যাপ্ত খাদ্য না থাকলে গাছ ভাল ভাবে বেঁচে থাকতে পারবে না। এছাড়া পানি নিষ্কাসনও একটা বড় ইস্যু। এসব দিক মাথায় রেখে টবের জন্য বিশেষ ধরনের মাটি তৈরি করা হয়েছে যা পটিং সয়েল নামে পরিচিত। 
পটিং সয়েল           ছবিঃ সংগৃহীত

বিভিন্ন দেশে পটিং সয়েল উপাদান স্থানীয় উৎস অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে। যেমনঃ আমেরিয়াকাতে প্রধানতঃ পিট মস, কম্পস্ট, পারলাইট, ভারমিকুলাইট ইত্যাদি মিক্স করে পটিং সয়েল তৈরি করা হয়। আমাদের দেশে পিট মসের বদলে কোক ডাস্ট এবং পারলাইট- ভারমিকুলাইটের বদলে ঝামা ইটের টুকরা ব্যাবহার করে পটিং সয়েল তৈরি করা যায়। 

এ ধরনের তৈরিকৃত মাটি যেমন গাছের বৃদ্ধি নিশ্চিত করে তেমনি পানি নিষ্কাশন ভাল হওয়ায় পানি জমে গাছের মারা যাওয়ার ভয় থাকে না। 

আমাদের দেশে রেডিমেড পটিং সয়েল পাওয়া যায় না। তাই আপনাকে সকল উপকরন কিনে নির্দিষ্ট অনুপাতে মিক্স করে পটিং সয়েল তৈরি করে নিতে হবে। 



3/03/2017 / by / 0 Comments

Post Top Ad