Post Top Ad

কৃত্রিম ইকো-সিস্টেম টেরারিয়াম


                                   টেরারিয়াম গোলক          ছবিঃ সংগৃহীত
টেরারিয়াম হচ্ছে কৃত্রিম ভাবে তৈরি অতি ক্ষুদ্র ইকো-সিস্টেম  যা ট্রপিকাল , মরু, জলাভূমি, পাহাড়ি ইত্যাদি পরিবেশ অনুকরনে হতে পারে । এক্ষেত্রে আবদ্ধ স্বচ্ছ পাত্রে ( সাধারণত কাচের পাত্র) নির্দিষ্ট পরিবেশে গাছপালা  জন্মানো হয়। তবে কিছু ক্ষেত্রে পাত্রটি আবদ্ধ নাও হতে পারে। আবার অনেক ক্ষেত্রে ইক-সিস্টেম সম্পূর্ণ করার জন্য গাছপালার পাশাপাশি নানা ধরনের প্রাণীও ব্যাবহার করা হয়। 

আবদ্ধ টেরারিয়াম তৈরি করা জটিল হিসাব নিকাশের বিষয় এবং বেশ কষ্টকর একটি কাজ। তাই অধিকাংশ মানুষ আবদ্ধ না করে উন্মুক্ত টেরারিয়াম তৈরি করে থাকে। তবে উন্মুক্ত  টেরারিয়ামেও সাধারণত বাইরে থেকে সামান্য পরিমান পানি ছাড়া আর কিছু সরবরাহ করা হয়না।

টেরারিয়াম তৈরির ক্ষেত্রে উপযুক্ত গাছ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অপেক্ষাকৃত ছোট আকারের উদ্ভিত এই কাজের জন্য বেশী উপযোগী। যেমনঃ মস, ফার্ন, এয়ার প্লান্ট, বেগনিয়া, ক্ষুদ্রাকৃতির সাকুলেন্ট বা ক্যাকটাস ইত্যাদি।
3/04/2017 / by / 0 Comments

Post Top Ad