Post Top Ad

ছাদ বাগানে নগরে সবুজায়ন

পর্যাপ্ত আলো বাতাসের কারনে যে কোন বাড়ির ছাদ বাগান তৈরির জন্য উপযুক্ত স্থান। নগরায়নের কারনে শহরগুলোতে বাগান করার জন্য যায়গা দ্রুত কমে আসছে , এমন পরিস্থিতিতে বাড়ির ছাদই একমাত্র বাগানের জন্য খালি জায়গা হিসাবে পাওয়া যেতে পারে। আর তাই ছাদ বাগান দিন কে দিন জনপ্রিয় হয়ে উঠছে। দেখা যাচ্ছে ঢাকার মতো বড় শহরগুলোতে অধিকাংশ বাড়ির ছাদেই কিছু না কিছু গাছপালা রয়েছে। 

                                 ছাদ বাগান, ঢাকা              ছবিঃ সংগৃহীত
আসলে ছাদ বাগানের অনেক ইতিবাচক দিক রয়েছে। যেমনঃ আবসর সময়ে বাগান করার সুযোগ আপনাকে মানসিক প্রশান্তি এনে দিতে পারে। আবার সল্প পরিমানে হলেও নিজের বাগানের সতেজ শাকসবজি, ফলমূল খাওয়ার সুযোগ হতে পারে। এছাড়া পরিবেশগত দিক বিবেচনা করলে, এসব ছাদ বাগান আপনার বাড়িকে শীতল রাখার পাশাপাশি শহরের তাপমাত্রা কমাতেও সাহায্য করে। 

ছাদে বাগান করার ক্ষেত্রে প্রথমেই আপনার মনে হতে পারে, এতে করে ছাদের বা বাড়ির কোন ক্ষতি হবে না তো! আপনার এই দুশ্চিন্তা কিন্তু অমুলক নয়। তবে কিছু ব্যাপার মাথায় রেখে ছাদ বাগান করলে আপনার ছাদের কোন রকম ক্ষতি হবে না। যেমনঃ

১। ছাদে গাছ লাগানোর জন্য ইত-সিমেন্টের স্থায়ী কাঠামো না করাই ভাল। টব ব্যবহার করে খুব সহজেই  ছাদে সুন্দর বাগান তৈরি করা সম্ভব।

২। প্রচলিত মাটি বা সিমেন্টের টবের পরিবর্তে মেটাল বা প্লাস্টিকের টব ব্যাবহার করুন। কারন এগুলো ওজনে হালকা।

৩। সাধারন ভাবে ব্যাবহ্রিত মাটির পরিবর্তে টবে গাছ লাগানোর জন্য কোকো পিট ও কম্পস্ট মিক্স ব্যাবহার করুন। এটা মাটির তুলনায় খুবই হালকা যা আপনার ছাদের উপর তেমন কোন লোড তৈরি করবে না।

৪। শুধুমাত্র ফলের গাছ না লাগিয়ে শাকসবজি ও ফুলের গাছ লাগান, এগুলো লাগাতে বেশী মাটির প্রয়োজন হয় না।

৫। ছাদে পানি নিষ্কাশনের ভাল ব্যাবস্থা করুন। 

৬। সর্বোপরি, ছাদ বাগান শুরু করার আগে আপনার বাড়ির ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে নিন। 



3/04/2017 / by / 0 Comments

Post Top Ad