কোকেডামা বা জাপানিজ মস বল , শতাব্দি প্রাচীন গার্ডেন আর্ট ফর্ম যেখানে টবের পরিবর্তে সুতায় মোড়া মস বলে গাছ লাগানো হয় । গাছ সহ এই মস বল সুতায় ঝুলিয়ে বা কোন পাত্রের উপর রেখে দৃষ্টি নন্দন আর্ট ফর্ম তৈরি করা যায়।
কোকেডামা মুলতঃ ইনডোর গার্ডেন অনুসঙ্গ। তাই ছোট আকারের ইনডোর প্লান্ট যেমনঃ ফার্ন, অর্কিড, সাকুলেন্ট, টিলান্ডসিয়া ইত্যাদি কোকেডামা তৈরিতে ব্যাবহার করা হয়।
কোকেডামা তৈরির জন্য মস কভারিং লাগে যা আমাদের দেশে পাওয়া যাবে না। সেক্ষেত্রে এর বিকল্প হিসাবে কোকো কয়ের বা পাটের ছালা ব্যাবহার করা যেতে পারে।
কিভাবে বানাবেন? পরিচর্যা?
প্রথমে কম্পস্ট এবং এঁটেল মাটি মিক্স করে পানি দিয়ে ভিজিয়ে বল তৈরি করুন। এরপর বলটিকে সমান দুই ভাগে ভাগ করে নিন। যে গাছের কোকেডামা বানাবেব সেটিকে মাঝখানে রেখে বলটি আবার জোড়া লাগান। এরপর বলটির চারিদিকে কোকো কয়ের বা পাটের ছালা প্যাচিয়ে পাটের সুতা দিয়ে মুড়িয়ে দিন।
পানি দেওয়ার কাজটি খুবই সহজ। বলটি পানিতে ১০ মিনিট চুবিয়ে রাখুন। এরপর তা উঠিয়ে পানি ঝরতে রেখে দিন। পানি ঝরা বন্ধ হয়ে গেলে আবার আগের জায়গায় রেখে দিন। গাছে পুষ্টি সরবরাহের জন্য সপ্তাহে এক দিন তরল সার পানির সাথে মিক্স করে পাতায় স্প্রে করুন।